www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ষড়যন্ত্র

অত্যাচারিত মানবতার বিদ্রোহ
আবেগীয় সন্তুষ্টির জন্য নয়।
আবেগের অসামান্য পরিসমাপ্তি
স্বাধীনতার কৃতজ্ঞতায়।
বিশ্বাসের বাইরে অপেক্ষমান
সাবলীল বেসামাল ঘটনাচক্র,
পরাধীন বিবর্ণ রশ্মিতে তৈরি
স্বজনহারা যোদ্ধার কষ্টের প্রতিবিম্ব।
লৌকিক বিজয় সংজ্ঞায়িত
নিমজ্জিত নির্ভরতার কলঙ্কে,
প্রাঞ্জল সুনিপুন বিচক্ষনতায়
অর্জিত স্বাধীনতার অপমান।
প্রতিভাবান অপরাধীর
রক্তচক্ষুর গহীনে,
পরিসমাপ্ত অভিযাত্রার
প্রলঙ্কয়রি উত্থাপন।
শান্তিরক্ষাকারি মানবতার
ধূর্ত নীরব আচ্ছন্নতাই,
অসংযত অনুকূল বিদ্রোহের
ভয়ংকর উৎপত্তিস্থল।
বিপদসংকুল অন্ধকারের নীরবতা
বুদ্ধিমত্তার বিধ্বংসী আগ্রাসী হাতিয়ার।
প্রশ্নবিদ্ধ সমাজব্যবস্থা
পরিবর্তনের অভিপ্রায়ই বিদ্রোহ,
জয়হীন অবস্থান সম্ভাবনাকে
সর্বদা করে প্রতিহত।
প্রবাহিত হয় পরাধীনতার
প্রতিহত বৈরী হাওয়া,
ভয়ের অভিজ্ঞতা তৈরি করে
পরিত্রাণ পাবার আত্মবিশ্বাস।
ব্যতিক্রমি সংবেদনশীলতার
আক্রমণাত্মক ভঙ্গী,
অবরুদ্ধতায় হয়ে ওঠে
অবমুক্তির একমাত্র অভিপ্রায়।
অসামান্য ব্যর্থতা শনাক্তের অভিজ্ঞতায়
নেতৃত্ব সীমাবদ্ধ নয়,
অযোগ্যতাপ্রসূত অনাকাঙ্ক্ষার সিংহলে
ক্ষতিগ্রস্থ মৃতপ্রায় যোদ্ধা।
পক্ষপাতিত্তের দৃষ্টিগোচরে
প্রলুব্ধ হওয়া পদক্ষেপ,
নামকরণ উৎসবে নিরাপদে ফেরার
পুরষ্কারস্বরূপ প্রাপ্ত স্বাধীনতা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৬৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/০৩/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast