www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ঢাকার এক ভ্রাম্যমাণ পত্রিকার দোকানে বন্যা পরিস্থিতি

টানা তিনদিন মুষলধারে বৃষ্টি
নদীর পাড় ভেঙে চলেছে অবিরাম
ভেসে গেছে বহু গ্রাম, ঘরবাড়ি
ভেসে গেছে অগণিত গবাদিপশু, শস্যক্ষেত
দিশেহারা স্থানীয়রা...
'ভাই পেপার লইলে লন, নাইলে রাইখা দেন।
এক ঘন্টা ধইরা পড়দাছে পেপারডা!'
'আপনে এমুন করেন ক্যান!'
বন্যা পরিস্থিতির দারুণ অবনতি
পানিবন্দী সহস্রাধিক মানুষ
পানিতে ডুবে এ পর্যন্ত সারাদেশে পঞ্চাশজনের মৃত্যু
পীড়িতদের কাছে কোনও ত্রাণ পৌঁছয়নি এখনও...
'আরে সব হালায় জোচ্চোর
পৌঁছায়লেই বা কী কচুডা হইবো
আলবত সব লুইটা পুইটা খাইবো হালারা!'
'পেপারটা একটু দিবেন ভাই?'
'আপনের হাতে ঘাম। পেপার ভিজলে মাইনষে নিবো!
এইডা তো আমার ব্যবসা, নাকি?'
আবহাওয়া দপ্তর জানিয়েছে
আরও তিনদিন টানা ভারী বর্ষণ চলবে
কলেরা ডাইরিয়া ইত্যাদি পানিবাহিত রোগের
প্রাদুর্ভাব দেখা দিয়েছে বন্যাদুর্গত এলাকায়
অনেক শিশুর মৃত্যু...
ক্রিং ক্রিং ক্রিং।
'ওই পোলা দেইখা সাইকেল চালা
অহনই তো লাগাইয়া দিছিলি।'
বন্যা নিয়ন্ত্রণে ব্যর্থ সরকারের পদত্যাগের দাবিতে
বিরোধী দল শুক্রবার বাদ জুম্মা সারাদেশে
বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে
সেখান থেকে সরকার পতনের আরও বৃহত্তর
কর্মসূচির ঘোষণা দেয়া হতে পারে বলে
ধারণা করে হচ্ছে
সরকার বলেছে বিরোধীদের যে কোনও ধরণের
দেশ বিরোধী ষড়যন্ত্র কঠোর হাতে দমন করা হবে
পুলিশের সাথে তারাও সেদিন মাঠে থাকবে বলে ঘোষণা
বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা, জনগণ আতঙ্কিত
ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী বলেছেন,
প্রাকৃতিক দুর্যোগের ওপর মানুষের হাত নেই
তারা যথাসাধ্য চেষ্টা করছেন
দুয়েকদিনের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে ইনশাল্লাহ
ধর্মকর্ম থেকে মানুষের মন উঠে যাবার কারণেই এসব দুর্যোগ
বেড়ে গেছে বলেও দাবী তাঁর
আরও বেশি বেশি আল্লাহ রসুলের নাম নেবার অনুরোধ
জানিয়েছেন জনগণকে...
'মাগার আমগো এইহানে কুনো বারিশ নাই ভাইসাব,
খালি রুদ আর গরম!'
'হ।'
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬১৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৮/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast