www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আত্মদন্ডিতের জবানবন্দি

রহস্যাক্রান্ত জীবন...!
বিদায় বেলায় তুমি বারে বার ফিরে আসো
মৃত্যুকে তাই চকিতে সহসা দ্বিগুন নতুন লাগে,
হৃদয় জমিন ভরে যায় নীল অকরুণ দাগে
মৃত্যু যেন দেখতে ঠিক মন আকারের বাকসো...


সাঁঝের আলোর ঘোরে মনে হয় যেন আমি এসেনিন(১)
এখনই সময় পিয়ে নিই নীল অমৃত জীবনহীন,
ব্লেডখানি দিয়ে বাহুতে আমার, বেহালার ছড় টানছি,
ভেনম্‌-কুইন(২) গলায় ঢালার আজ নিশ্চিত শুভ দিন...


রক্ত ঝরণা বইছে যেন বাজছে নূপুর রিনঝিন
মৃদু উষ্ণ লবনাক্ত কবর-সাগরে(৩) ভাসছি,
জীবনে যখন কিছুতেই বাঁচা অসম্ভব প্রতিদিন,
প্রাণ-উৎসের কাছে অকালে, স্বেচ্ছায় ফিরে যাচ্ছি...


আমাকে কি কেউ দেখছে? প্রভূ তো দেখছেন ঠিক
সেখানেই যাচ্ছি, দহন ও জ্বালা নেই, নেই প্রতীক্ষা,
নির্বেদ অবসাদ, অপচয়, বিফলতা ধিক তোকে ধিক
রক্তস্বরে প্রকাশিত হোক পাপীর লিখিত দীক্ষা...


পার্থিব প্রেমে পাগল সবাই, যে যার কাজে অস্থির
সময় আমারও স্বল্প তবু কত আরো কথা ছিল বলার
তর্জনীকে লেখনী বানায়ে শেষ কথা লিখি বন্দীর,
মৃত্যুই আমার চির আকাঙ্খিত মুক্তির কারাগার(৪)...


টীকাঃ
১) সের্গেই এসেনিন - (১৮৮৫-১৯২৫) - ২৮ ডিসেম্বর ১৯২৫ মাত্রাতিরিক্ত রক্তক্ষরণের মাধ্যমে আত্মহত্যা। রাশ্যান্‌ উন্মাদ কবি।
২) ভেনম-কুইন - রূপক অর্থে যে বিষ প্রাণনাশে ব্যর্থ হয় না।
৩) কবর-সাগর - রূপক অর্থে পৃথিবীর বিশালায়তন কোনো কবরস্থান যার প্রত্যেকটি লাশ জীবনে দ্বিধাবিভক্ত ও আত্মঘাতক ছিল, ছিল স্ববিরোধী।
৪) মুক্তির কারাগারঃ রূপক অর্থে মৃত্যুর পর আত্মার রহস্যময় কারো তত্ত্বাবধানে নিজের সবিনয় সমর্পণ।


_____________
উত্তরা, ঢাকা
বাংলাদেশ
১৪/০৭/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৬৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৭/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • নতুনদের নতুন কিছু ভালই ভাগে।লিখে যান।
    • প্রিয় কামরুজ্জামান সাদ, অনেক শুভেচ্ছা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল... এত সুন্দর মন্তব্য দিয়ে প্রাণিত করার জন্য প্রীতিমুগ্ধ...
  • আব্দুল হক ১৪/০৭/২০১৭
    সত্তিই ভালো লিখেছেন¬"!!
  • মোনালিসা ১৪/০৭/২০১৭
    ভালোই
  • অনেক জানলাম।
    • শুভেচ্ছা ও ধন্যবাদ ডঃ সুজিতকুমার বিশ্বাস... লেখা পড়ে দেখেছেন, খুব ভালো লাগলো...
  • ন্যান্সি দেওয়ান ১৪/০৭/২০১৭
    Nice.
    • ভালো লেগেছে জেনে ভালো লাগছে, এমন একটা নেতিবাচক কবিতার অবতারনা শুধুমাত্র সাহিত্য চর্চা করতেই নয়, সমাজের অনাকাঙ্খিত অসঙ্গতিগুলো যেন কারো জীবনকেই এমন পরিনতির দিকে না ঠেলে দেয়, সেই বার্তাটির বাহক এই কবিতা... ভালো থাকুন প্রিয়...
      • ন্যান্সি দেওয়ান ১৬/০৭/২০১৭
        আপনি কথাটি কিন্তু চরম বলেছেন ।
  • বিপ্লব চাকমা ১৪/০৭/২০১৭
    বেশ কয়েকবার পড়লাম কবি। ফিগারের উপস্থাপনা ভাল লেগেছে। শুভ কামনা।
    • ধন্যবাদ আপনাকে প্রিয় বিপ্লব চাকমা, আমার লেখা পড়ে দেখেছেন এজন্য আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাই... হতাশা ও বিষাদের সুর থাকলেও কাউকে বিষন্ন করার অভিপ্রায়ে এই কবিতা লেখা নয়... উত্তরণের পথে আরো এক ধাপ এগিয়ে যাওয়ার প্রচ্ছন্ন বার্তাও আছে এতে... শুভেচ্ছা আবারো...
      • বিপ্লব চাকমা ১৬/০৭/২০১৭
        হে কবি, বিষাদের সুরের কারণ চেনা মানেই উত্তরণের পথ দেখিয়ে দেয়া। আমি সত্যি দারুণ উপভোগ করেছি।
  • সাঁঝের তারা ১৪/০৭/২০১৭
    ভাল
 
Quantcast