www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পদ্মা সেতু

পদ্মা সেতু
আব্দুল কাদির মিয়া
===========
আয়রে দেশের ভাই
মা বোনদের দল-
জন্ম ভূমির পদ্মা সেতু-
নির্মাণে ধর বল।

তোরা দে কিছু দে, দে কিছু দে-
দে কিছু সম্বল।
তুমি রাজা আমির ধনী-
তুমি মহাজন।

আমরা গরীব খেয়ার মাঝি-
মোদেরও আছে মন-
ভিরবো মোরা একই তীরে,
কুলি কামার মজদুর ঘিরে-

নই মোরা দেশ মায়ের তরে-
বলহীনা অচল।
তোরা দে কিছু দে, দে কিছু দে-
দে কিছু সম্বল।

জন্ম ভূমির পদ্মা সেতুর-
নির্মাণে ধর বল।

বিশ্বে মোরা বঙ্গ বাসী-
উঁচু মোদের শির,
হাত পাতা নয় কারো কাছে-
আমরা বঙ্গবীর।

মরতে জানে দেশের মানে,
কোন সে জাতি বিশ্ব জানে।
আর নহে দার নম নম-
থাকতে কানের দুল।

তোরা দে কিছু দে, দে কিছু দে-
দে কিছু সম্বল।

আয়রে দেশের ভাই-
মা বোনদের দল,
জন্ম ভূমির পদ্মা সেতু নির্মাণে ধর বল।
=====================

(পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংক সহ অন্যরা অর্থায়ন স্থগিত করার পর এই লেখাটি ২০১২ সালের প্রথমদিকে রচনা করা হয় এবং তৎকালীন সময়ে ফেসবুকে প্রকাশিত হয়।)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৫২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/১২/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast