www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পরানের এক তারা ধরে

পরানের এক তারা ধরে
আঃকাদির মিয়া
--------------------------------------
হে পৃথিবী
আমি উড়বো ঘুড়বো-
তোমায় দেখবো পরান ভরে।
আমায় দিয়োনা সরিয়ে-
তোমার মায়ায় জড়িয়ে,

পরানের আপন যে জন-
পর করে তাঁরে।
আমি সন্ন্যাসী
ভাবনার যামিনিতে-
উকিয়ে ওঠা নিমজ্জিত ঐ
ভোরের সূর্যটা,
আমি কাঁদতে দেখেছি।
তেমনি, সেই মরু সাহারার-
সব দানা বাঁধা বালুকায় তাঁর
তাঁর রাশি ঝড়া ফুলিঙ্গের ঝড় যেন -
এক মায়া হিমেল কুসুৃম ধারালোতে,
ঐ স্বপনের বোরাক পৃষ্ঠে চাড়ন,
নুপুরের ঝুমুর প্রবল তরঙ্গে-
খেপিয়া তার চোখ ফেটে-

তোমারি কোলে ঐ-
সারি বাঁধা ঘন সবুজের ডগায়,
উকি মারা শিশু কচি পল্লবে-
আর চৈতি শিমুলের ফুটন্ত সেই-
হাসির ঝলকানিতে,

তার পাপড়ি বি জড়িত -
ঘুমন্ত পৃথিবীর উড়ন্ত নিশি কুহেলিকা -
ঘুম অলস ঝিমানিতে,
লুটে পরা মুক্তার প্রলেপ বাঁধা -

ফোঁটায় ফোঁটায় -
যেন তাঁর টলমলে অশ্রু গড়ায়-
তোমায় ছুঁইতে পাররনি বলে।
হে পৃথিবী আমায় উন্মুক্ত করে দাও-
তোমার অঙ্গ প্রতঙ্গ,
উলঙ্গ করে দাও-

তোমার সরমের মুখ খানি,
চুমবো নত শিরে বুক।
আর চাহিয়া দেখিবো তোমার-
দরদের হাসি টুকু,
মায়ার চাবুকে ধরা-
সুখের আঘাত মেরে,
লুহিত সাগরে ফেলে-
সমি মোর দুঃখ।

হে আমার ভাবনার নন্দিনী-
আমায় উন্মুক্ত করে দাও,
আমি উড়বো ঘুরবো-
তোমায় দেখবো পরান ভরে,
আমি গাইবো শুধু তোমারি গান -
তোমার সুন্দরে মজে,
পদ্মা, মেঘনা,যমুনার সুরে-
পরানের এক তারা ধরে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪২০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৫/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast