www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নুসরাত কেন মরলো

নুসরাত কেন মরলো
আঃ কাদির মিয়া
-------------------------------
নুসরাত কেন মরলো আহা
কাঁদিয়ে সারা দেশ।
বাবার কাঁধে পাহাড় ভারি-
উঠলো যে তার লাশ।

যেন, ফুলের চোখে কষ্ট ঝরে-
বৃষ্টি হলো জল।
আজ, হা হা কারে কাপছে জাহান-
হারায় মনের বল।

ঐ যে উড়ে বাতাস ভারি-
তার,শোষন চোখে লাল।
আজ বহায় কিনা গাঢ়তা ঋড়-
সেই অন্তর কাঁপা হাল।

সহন বাধে বুঝ মানেনা-
হায়রে অবুঝ মন।
আজ মায়ের পরান শোকে গড়ান -
হারিয়ে বুকের ধন।

আজ, মাটির দেশের প্রানীরা সব-
আকাশ তারা লয়ে।
এক হাঁকেতে হাঁকছে সবায়-
তার মৃত্যু বিচার চেয়ে।
জাগো হে দেশ,জাগো সুরুজ-
সেই ভোরের তাজা লাল।
আর নাহি চাই মৃত্যু কারো-
হাতে, সিরাজদৌলার।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪২৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৪/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast