অল্পকথা - ৩
সবার বুকে জেগে থাকা স্বপ্ন সত্যি হলে , তাকে জীবন বলা যায় না । কারন জীবনের মানেটা তখনই সার্থকতা লাভ করে , যখন সে জীবনে জোয়াড় - ভাটা আসে । আর এটাই বিধাতা প্রদত্ত ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুরজিৎ সী ২২/০৫/২০১৪দারুন
-
কবি মোঃ ইকবাল ২২/০৫/২০১৪আপনার কথায় সহমত পোষণ না করে পারলাম না।
খুব গভীর ভাবনা। -
অনিত্য ২১/০৫/২০১৪সার্থকতা আসলে আপেক্ষিক। কেউ পুরো সফলভাবে জীবন কাটিয়েও যদি না পাওয়া নিয়ে আক্ষেপ করতে থাকে, সার্থকতাটা চোখে না পড়ে, তবে তার জীবন আসলেই কতটুকু সার্থক সেবিষয়ে আমার সন্দেহ আছে।
-
প্রবাসী পাঠক ২১/০৫/২০১৪জীবনের সব স্বপ্ন পূরণ হলে জীবনটাই ফিকে হয়ে যাবে। কিছুটা অপূর্ণতার মাঝেই জীবনের পূর্ণতা।
-
সফিউল্লাহ আনসারী ২১/০৫/২০১৪vabona darun !