www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মিস করছিলাম

উপমা:হ্যালো আপনি কেমন আছে?
ইমরান:ভালো, আপনি?
উপমা:আমি ভালো আছি, নাহ মানে....রেগে আছেন, কিনা তাই ।
ইমরান:আমি, আপনার উপর মোটেও রেগে  নেই ।
উপমা:সেদিনের ঘটনার জন্য,আমি বেশ অনুতপ্ত এই জন্য আমি, Extremly Sorry, আপনাকে ভুল বুঝছিলাম ।
ঠিক হয়নি, যে সব ছেলেমানুষী কাজ করলাম, মিছিমিছি । 
ইমরান:মানুষ, মাত্র কিন্তু ভুল হয়,দেখেন না, সেই জগড়া হয়েছিল বলেই তো, আমরা দুইজনে কথা বলতে পারছি, আপনার হাসিটা,কিন্তু সুন্দর ।
একদম যে কে বলে "Close Up" হাসি
উপমা হেসে উঠলো,ফোনের ও পাস থেকে ।
উপমা:কি বলেন,"CloseUp" হাসি !
ইমরান:"CloseUp Advertise" ছেলে মেয়ে গুলো
কি সুন্দর করে হাসে,
ঘোমরা, মুখে থাকাটা আপনাকে মানায়না আর এখন যে কথা গুলো আপনি বলছেন তা শুনতে খুব ভালো লাগছে
মনে হয়েছে যেন এই মিষ্টি কথা গুলো বার বার শুনি ।
উপমা:তাই
ইমরান:হুম,আমি Expect করছিলাম,আপনার Phone Call.
আপনার ফোনের নম্বর দেখে, আমি বেশ খুশি হয়েছি ।
উপমা:আর, আমি ভয়ে ভয়ে, আপনাকে কল করেছি,
যদি, আপনি Call, ধরে আমাকে Insult করেন বা Call কেটে দেন, তাতে আমি খুব কষ্ট পাবো ।
আমার বান্ধবী জুথি আমাকে বলল সাহস করে আপনাকে Call দিতে ।
ইমরান:তাই আপনি সাহস করে ফোন দিলেন, ওনার কথা শুনে,এই জন্য আমার পক্ষ থেকে আপনার বান্ধবীকে "Thanks" .
Please জানিয়ে দিয়েন কিন্তু,
আপনার বান্ধবী, খুব সহজে ব্যাপারটা Solve করে দিলো নাহলে,অনেক কিছু অজানা কথা থেকে যেত,
তা থেকে হতো ভুল বুঝি বাড়তো,
বাড়তো দূরুত্ব ।
সাহস করে কোনো কাজ করবার মাঝে একটা মিষ্টি মায়া লুকিয়ে থাকে । আবার কিছু মিষ্টি মুহূর্ত পরিণত হয় ।
উপমা:আপনাকে আমি অনেক খুব মিস করছিলাম
ইমরান:আমি আমার মনের কথা কেড়ে,
বলে ফেলেন ।
আমিও এই কয়েদিন ধরে আমাকে মিস করছিলাম ।
উপমা:আচ্ছা,আমি আপনার পাশের ব্রেঞ্চ বসতে পারবো?
ইমরান:কেন না ।

বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ৮৪৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৯/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast