www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালবাসার ইতিকথা

(চার বছর আগে)
বর্ষাকাল,সন্ধেবেলা,ঝিরি ঝিরি বৃস্টি পড়ছে,
মাহির পুস্পকে, বাড়িতে দিতে এসেছিলো
(ফ্ল্যাশব্যাক)
গলির মাথায়,ফুটপাথ পাশে,একটি বড় বিল্ডিং সামনে দুইজন দাঁড়িয়ে
আছে পুস্প কাঁদছে ।
পুস্প:আমাদের কি আর দেখা হবে না?
মাহির নিশ্চুপ হয়ে মাটির দিকে তাকিয়ে রইলো
মাহির:আমি জানিনা,আমাদের কোনদিন দেখা না হতে পারে,  আমাকে আর ফোন দিওনা,আমি খুব ব্যাস্ত থাকবো
পুস্প কাঁদছে,সে মাহিরকে জিজ্ঞাসা করলো
পুস্প:আমার অপরাধ কি ছিল একটিবার বলে দাও,যদি আমি কোনো পাপ করে থাকি, তবে তুমি যা বলবে,আমি তাই  শুনবো কিস্তু তুমি এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারোনা ।
মাহির কোন কথা না শুনে, হাঁটা শুরু করলো
মাহির হেটে চলে গেলো,
পুস্প দাঁড়িয়ে থাকলো,মাহির হেটে চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে
বৃস্টি পড়ছে ঝিরি ঝিরি
পুষ্পর চোখের পানি তার দুইগাল দিয়ে বেয়ে পড়ছে,
বৃস্টির পানি আর পুষ্পর চোখের পানি
(নেপথ্যে কণ্ঠ)  
তাহলে আজ আকাশটাও কি কাঁদছে.....
মাহির কেন পুস্পর সাথে তার প্রেমের সম্পর্ক ব্র্যাক করলো?
কেন কারণ না ছাড়াই, মাহির এমনটি কেন করলো?
পুষ্পর জীবনে কষ্টের কারণ একমাত্র মাহির ।
সেদিন পুস্প একটি ঘন্টা সেই বড় বিল্ডিং দারোয়ানের  বসবার,টুলে,বসেই ছিল ।
বৃস্টি থিমে গিয়েছিলো
পুস্প সেই একটি ঘন্টা শুধু
মাহির জন্য অপেক্ষায় ছিল, যদি মাহির মাঝপথ থেকে,ঘুরে আসে
অবুজ পুস্প, সে কোনো মতেই, মানতে পারছিলো না মাহির চলে গেছে,তার সাথে প্রেমের সম্পর্কে মিটিয়ে দিয়ে
মাহির সাথে সেদিন  ছিল,পুষ্পর শেষ দিন ।
(ফ্ল্যাশব্যাক)
দারোয়ান:আম্মা, আপনিতো, অল্প হলেও ভিজে গেছেন, এখন আপনি বাড়ি যান,অনেকক্ষণ হইয়া গেলো ।
আপনি ওই পোলার জন্য মিছাই অপেক্ষা করতাছেন,আমিতো আপনাদের দুইজনকে দেখলাম, সে অহনের থাকলে, এখনক্ষণ আসিয়া পরত ।
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ৭১৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৭/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভালোই তো এগোচ্ছিলো থেমে গেলেন কেনো?
 
Quantcast